নারীর অধিকার ও আইন বিষয়ক শিক্ষামূলক কর্মসূচী

নারীর অধিকারের প্রশ্নে সাংবিধানিক ও আইনগত জোড়ালো সমর্থন থাকা সত্ত্বেও পুরুষতান্ত্রিক মূল্যবোধ বিদ্যমান থাকার কারণে আমাদের সমাজে নারীদের এখনো সমঅধিকার প্রতিষ্ঠিত হয়নি। প্রতিদিনই অসংখ্য নারীর মানবাধিকার হরণ হচ্ছে, রাষ্ট্রের সাংবিধানিক নিশ্চয়তা ভুলুন্ঠিত হচ্ছে এবং নারীর অধিকারহীনতা ও অসহায়ত্ব বেড়ে চলেছে।

আমাদের দেশে নারীদের অধিকার সচেতনতার অভাব এবং বিদ্যমান আইনের প্রয়োগগত সীমাবদ্ধতার কারণে নারীরা একদিকে যেমন তাদের ন্যয্য অধিকার ভোগ এবং আইনী সহায়তা প্রাপ্তির সুফল থেকে বঞ্চিত,  অন্যদিকে বৈষম্যমূলক আইনের উপস্থিতি তাদের অবস্থাকে আরো বেশি নাজুক করে তুলছে। এই বাস্তবতায় নারীদের মধ্যে অধিকার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ যৌতুক, বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ, উত্যক্তকরণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে ধারাবাহিক প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যদিয়ে নারীনেত্রীদের নারীর অধিকার ও আইন বিষয়ক শিক্ষা দিয়ে থাকে।

যেসব আইনী বিষয় নিয়ে আলোচনা করা হয় সেগুলো নিচে উল্লেখ করা হলো:
–  এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২
–  নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০০৩)
– যৌতুক নিরোধ আইন, ১৯৮০
– মুসরলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রীকরণ) আইন, ১৯৭৪
–  মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রীকরণ) বিধিমালা, ১৯৭৫
– মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১
– মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন, ১৯৩৯
– বাল্য বিবাহ নিরোধ আইন. ১৯২৯
– বাল্য বিবাহ নিরোধ আইন খসড়া (২০১৪)
– পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন, ২০১০