সংগঠিতকরণ ও সমমনা সংগঠনের সাথে নেটওয়ার্কিং

সাধারণ অর্থে নেটওয়ার্ক হচ্ছে স্বাভাবিক কর্মকান্ড, প্রতিদিন মানুষজন যে সব কর্মকান্ডে নিয়োজিত থাকে যেমন- যোগাযোগ বা সংযোগ স্থাপন, মত বিনিময়, পরিকল্পনা প্রনয়ন, পরস্পরকে সাহায্য করা ইত্যাদি। কিন্তু বর্তমানে নেটওয়ার্ক/নেটওয়ার্কিং হচ্ছে জনগণ ও বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার সংগঠিত রূপ বা ধরন যা জনগণের জীবনের ইতিবাচক পরিবর্তনের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকে প্রভাবিত করার কাজে নিযোজিত।

দেশের তৃণমূলে ছড়িয়ে ছিটিযে থাকা ছোট ছোট সক্রিয় নারী সংগঠন এবং ব্যক্তিনারীনেত্রীদের জন্য একটি সেতুবন্ধন গড়ে তোলাই বিকশিত নারী নেটওয়ার্কের লক্ষ্য। যাতে করে তৃণমূলের নারীরা একটি জাতীয়ভিত্তিক প্লাটফর্মের মাধ্যমে নিজেদের চিন্তা-চেতনা ও তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারেন এবং একটি জাতীয়ভিত্তিক ঐক্যের মাধ্যমে তাদের অধিকারের কথা পৌঁছে দিতে পারেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। এইসব প্রক্রিয়ার মধ্যদিযেই নারীনেত্রীরা তাদের উচ্চকন্ঠ বৈশ্বিক চেতনার সাথে একসুরে মেলাতে চান।