নারীর প্রতি সহিংসতা

প্রাচীনকাল থেকেই নারীর ওপর অত্যাচার , নিপীড়ন, নির্যাতন একরকম অনিবার্য হিসেবেই চলে আসছে। বাংলাদেশে নারী নির্যাতন প্রতিদিনকার ঘটনা। বর্তমান সমাজব্যবস্থায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে পদে পদে নির্যাতিত হচ্ছে নারী। বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের ভয়াবহ দিকটি কত প্রকট হয়ে উঠছে তা প্রতিদিনকার পাতা খুললেই আমাদের চোখের সামনে ধরা দেয়।

প্রতিনিয়ত নারীরা ধর্ষণ, গণধর্ষণ, এসিড নিক্ষেপ, শারীরিক নির্যাতন এমনকি হত্যার শিকার হচ্ছে। ধর্ষণের পাশাপাশি হত্যা ও আত্মহত্যার প্রবনতাও বাড়ছে। বাড়ছে ব্যাপক মাত্রায় পারিবারিক নির্যাতন। ওর্য়াল্ড হেলথ অর্গানাইজেশনের এক রিপোর্ট মতে, বাংলাদেশে প্রতি ঘন্টায় একজন করে নারী নির্যাতনের শিকার হচ্ছেন।

নিচে বাংলাদেশে বিভিন্নক্ষেত্রে নারী নির্যাতনের পরিসংখ্যানগত চিত্র উল্লেখ করা হলো:

–   বাংলাদেশে স্বামীর দ্বারা কোনো না কোনো নির্যাতনের শিকার হন ৮৭.০৭% নারী। এর মধ্যে ৮১.০৬% মানসিক, ৫৩.০২% অর্থনৈতিক, ৩৬.০৫% যৌণ আর ৬৪.০৬% নারী শারীরিক নির্যাতন ভোগ করেন                                                                                               তথ্যসূত্র:বিবিএস জরিপ-২০১১
–    মহিলা পরিষদের তথ্যমতে ২০১৩ সালে দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে চার হাজার ৭৭৭ টি
–   জাতীয় মহিলা আইনজীবীসহ বিভিন্ন সংস্থার দেয়া তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন দেশে ৫০টির মতো নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে                                                                         তথ্যসূত্র: আমার দেশ, ৮ মার্চ ২০১৪
–  ২০১৩ সালে মোট ৮১২ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন
–   ২০১৪ সালের জুন পর্যন্ত ৩০৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন               তথ্যসূত্র:প্রথম আলো ১৩ জুলাই ২০১৪