নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স (জানুয়ারী-জুন’২০১৪) অনুষ্ঠিত

SAM_6580জেন্ডারসমতা আনয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশসৃষ্টিতে নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নারীদের সংগঠিত, ক্ষমতায়িত ওঅনুপ্রানিত করার জন্য ‘বিকশিত নারী নেটওয়ার্ক’ এর আয়োজনে এবং দি হাঙ্গারপ্রজেক্ট’ এর সহায়তায় জুন ২০১৪ পর্যন্ত- ময়মনসিংহ, খুলনা, ঝিনাইদহ, বরিশাল, রংপুর, এবং রাজশাহী -এই ছয়টি জেলায় মোট ১২ টি ‘নারী নারী নেতৃত্ব বিকাশশীর্ষক ফাউন্ডেশন কোর্স’ অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের সর্বমোট ৪১০ জন নারীপ্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদেরমাঝে সনদপত্র প্রদান করা হয়।