তৃণমূলের নারীনেত্রীদের প্রয়োজনীয় পুষ্টিবার্তা ও স্বাস্থ্যবিধি বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা; নভেম্বর-ডিসেম্বর- ২০২০।
দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর (এসডিসি প্রজেক্টের আওতায়) কর্ম এলাকার ১০টি অঞ্চলে নভেম্বর-ডিসেম্বর ২০২০ সর্বমোট ১২৯টি ইউনিয়নে প্রতি ইউনিয়ে ১টি করে ১২৯টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । উপস্থিত অংশগ্রহণকারী লক্ষ্যমাত্রা প্রতি ইউনিয়ন থেকে ১৫জন নারীনেত্রী (১২৯x১৫=১৯৩৫) করে প্রতি কর্মশালায় সর্বমোট ১৯৩৫জন নারী নেত্রী উপস্থিত থাকবেন। ১০টি অঞ্চলে সর্বমোট ১২৯টি কর্মশালায় উপস্থিত ছিলেন ১৮৬৯জন নারীনেত্রী। যার শতকরা ৯৭% উপস্থিত ছিলেন।
অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠান বৈঠক; জানুয়ারী – ডিসেম্বর ২০২০।
হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ কর্ম এলাকার এসডিসি প্রজেক্টে’র আওতায় ৬টি অঞ্চলে জানুয়ারী-ডিসেম্বর ২০২০ সর্বমোট ৫৭টি ইউনিয়নে ১৬৫টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গর্ভবতী মা , প্রসূতি মা এবং অন্যান্যদের সহ উপস্থিত অর্জন সংখ্যা ৪ হাজার ৪৪ জন এবং উপস্থিতির টার্গেট সংখ্যা ৪ হাজার ৫৬ জন (তথ্যসূত্র; এমআইএস)
গত ১৭-১৮ ডিসেম্বর ২০১২ তারিখে দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ‘ আবশ্যকীয় পুষ্টি বার্তা’ শীর্ষক একটি প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণটি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মূলত এই প্রশিক্ষণের মাধ্যমে, বিশ্বব্যাপী অপুষ্ট গর্ভবতী নারী ও ২ বছর বয়সের নীচের শিশুদের অপুষ্টি দূর করার জন্য গৃহীত হাজার দিনের কর্মসূচী বাস্তবায়নের এই বৈশ্বিক আন্দোলনে যুক্ত হয় দি হাঙ্গার প্রজেক্ট।
হাঙ্গার প্রজেক্ট এর কর্মীসহ সারা দেশ থেকে ৫৬ জন নারী নেত্রী এই প্রশিক্ষণে অংশ নেন। উদ্দেশ্য হলো, আবশ্যকীয় পুষ্টি বার্তাসমূহ তৃণমূলের নারীদের কাছে পৌঁছে দেয়া যাতে তারা নারী ও শিশুর পর্যাপ্ত পুষ্টি গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন এবং এই বার্তাসমূহ তাদের নিজস্ব এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হন।
২২৮১ জন নারীনেত্রী ১৩৫টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক প্রশিক্ষণে অংশগ্রহন করেছেন। (২০১৩-২০১৯) সাল ভিত্তিক অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক প্রশিক্ষণে অংশগ্রহনকারীর উপস্থিতি সংখ্যা এবং প্রশিক্ষণ সংখ্যা উল্ল্যেখ করা হলো;
- ২০১৩ সালে ৪০টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক প্রশিক্ষণে ৬৫৬জন নারীনেত্রী অংশগ্রহন করেছেন
- ২০১৪ সালে ৭১টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক প্রশিক্ষণে ১৩২৫জন নারীনেত্রী অংশগ্রহন করেছেন
- ২০১৬ সালে ১৪টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক প্রশিক্ষণে ১৮৮জন নারীনেত্রী অংশগ্রহন করেছেন
- ২০১৯ সালে ১০টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক প্রশিক্ষণে ১১২জন নারীনেত্রী অংশগ্রহন করেছেন
সর্বমোট ১৩৫টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক প্রশিক্ষণে অংশগ্রহন করেছেন ২২৮১জন নারীনেত্রী অংশগ্রহন করেছেন (২০১৩- ২০১৯) ।
৪২৯৩৪জন গর্ভবতী মা ও প্রসূতি মা এবং অন্যান্যসহ ২২৩৩টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠানবৈঠকে অংশগ্রহন করেছেন। (২০১৩-২০১৯) সাল ভিত্তিক অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠানবৈঠকের অংশগ্রহনকারীর উপস্থিতি সংখ্যা এবং উঠানবৈঠকের সংখ্যা উল্ল্যেখ করা হলো;
- ২০১৩ সালে ৩৭১ টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক উঠানবৈঠকে ৮৭৩০জন গর্ভবতী মা ও প্রসূতি মা এবং অন্যান্যসহ অংশগ্রহন করেছেন
- ২০১৪ সালে ৬৪১ টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক উঠানবৈঠকে ১০৩৭০জন গর্ভবতী মা ও প্রসূতি মা এবং অন্যান্যসহ অংশগ্রহন করেছেন
- ২০১৫সালে ৮৭৪ টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক উঠানবৈঠকে ১৬৫৮০জন গর্ভবতী মা ও প্রসূতি মা এবং অন্যান্যসহ অংশগ্রহন করেছেন
- ২০১৭সালে ১৪ টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক উঠানবৈঠকে ৬৭৮ জন গর্ভবতী মা ও প্রসূতি মা এবং অন্যান্যসহ অংশগ্রহন করেছেন
- ২০১৮ সালে ১৬৮ টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠানবৈঠকে ২৯৭৩জন গর্ভবতী মা ও প্রসূতি মা এবং অন্যান্যসহ অংশগ্রহন করেছেন
- ২০১৯ সালে ১৮৫ টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠানবৈঠকে ৩৫০২জন গর্ভবতী মা ও প্রসূতি মা এবং অন্যান্যসহ অংশগ্রহন করেছেন
সর্বমোট ২২৩৩টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠানবৈঠকে ৪২৯৩৪জন গর্ভবতী মা ও প্রসূতি মা এবং অন্যান্যসহ অংশগ্রহন করেছেন (২০১৩- ২০১৯) ।