‘জয়িতা’ পুরস্কার

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ‘জয়িতা’ পুরস্কারে ভুষীত হলেন: নারী উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক জয়ীতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকুলতাকে জয়করে জয়িতারা র্তৃণমূল থেকে সবার অলক্ষ্য সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। সরকারেরমহিলা বিষয়ক অধিদপ্তর এই জয়িতাদের খুজেঁ বের করার উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটির নাম’জয়িতা অন্বেষণে বাংলাদেশ’।
জয়িতাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছেঃ
১। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী
২। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী
৩। সফল জননী নারী
৪। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাড়িঁয়েছেন যে নারী।
৫। সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী

পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ ভিত্তিক জয়িতা বাছাইয়ের কাজটি পরিচালিত হয়েছে। বাংলাদেশ সরকার প্রতি বছরের ন্যায় এবারেও সমাজে বিভিন্ন পর্যায়ে উন্নয়নে ভূমিকা রাখেন যে সকল নারী তাদের জয়ীতা পুস্কারে ভুষিত করেন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্ম এলাকার বিকশিত নারী নেটওয়ার্কের নারীনেত্রীদের মধ্য থেকে –
২০২২ সালে ১২জন নারীনেত্রী জয়িতা পুরস্কারে ভূষিত হন।
২০২১ সালে ১২জন নারীনেত্রী জয়িতা পুরস্কারে ভূষিত হন।
২০২০ সালে ১৮ জন নারীনেত্রী জয়িতা পুরস্কারে ভূষিত হন।
২০১৯ সালে ১৯ জন নারীনেত্রী জয়িতা পুরস্কারে ভূষিত হন।
২০১৮ সালে ১৫ জন নারীনেত্রী জয়িতা পুরস্কারে ভূষিত হন।
২০১৭ সালে ২০ জন নারীনেত্রী জয়িতা পুরস্কার লাভ করেন।
২০১৬ সালে ১৫ জন নারীনেত্রী জয়িতা পুরস্কার লাভ করেন।
২০১৫ সালে জয়িতা পুরস্কার পেয়েছেন ৮টি অঞ্চলের ১৭ জন নারীনেত্রী।
২০১৩-২০১৪ সালে জয়িতা পুরস্কার পেয়েছেন ১০টি অঞ্চলের ৩৬ জন নারীনেত্রী।

সামাজিক উন্নয়নমূলক কাজের অবদান স্বীকৃত স্বরূপ ।