গত ১৭-১৮ ডিসেম্বর ২০১২ তারিখে দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ‘ আবশ্যকীয় পুষ্টি বার্তা’ শীর্ষক একটি প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণটি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মূলত এই প্রশিক্ষণের মাধ্যমে, বিশ্বব্যাপী অপুষ্ট গর্ভবতী নারী ও ২ বছর বয়সের নীচের শিশুদের অপুষ্টি দূর করার জন্য গৃহীত হাজার দিনের কর্মসূচী বাস্তবায়নের এই বৈশ্বিক আন্দোলনে যুক্ত হয় দি হাঙ্গার প্রজেক্ট।
হাঙ্গার প্রজেক্ট এর কর্মীসহ সারা দেশ থেকে ৫৬ জন নারী নেত্রী এই প্রশিক্ষণে অংশ নেন। উদ্দেশ্য হলো, আবশ্যকীয় পুষ্টি বার্তাসমূহ তৃণমূলের নারীদের কাছে পৌঁছে দেয়া যাতে তারা নারী ও শিশুর পর্যাপ্ত পুষ্টি গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন এবং এই বার্তাসমূহ তাদের নিজস্ব এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হন।