আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ২০১৩:

র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

‘এই হোক অঙ্গীকার, iwd 2013নারী নির্যাতন নয় আর’ – এই শ্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস। জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের উদ্যোগে সকাল ৯.৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধি, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের সদস্য, বিকশিত নারী নেটওয়ার্ক-এর সদস্য, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীসহ প্রায় ৪৫০ জন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মেহের আফরোজ চুমকী এমপি। র‌্যালিটি বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।  র‌্যালি শেষে সকাল ১০:৩০ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম’র সভাপতি ড. বদিউল আলম মজুমদার -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মেহের আফরোজ চুমকী এমপি। ফোরামের সদস্য সানজিদা হক বিপাশা ও কাজী রাবেয়া এ্যামী’র উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ফোরামের সহ-সভাপতি অধ্যাপক লতিফা আকন্দ, ফোরামের নির্বাহী সদস্য জনাব শাহীনা আক্তার ডলি, নারী উদ্যোক্তা জনাব তাজিমা  হোসেন মজুমদার, ফোরামের সম্পাদক জনাব নাছিমা আক্তার জলি প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ পর্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ক্রীড়া তারকা জনাব জোবেরা রহমান লীনু ও ২০০৯ সালে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘আইলা’ আক্রান্ত মানুষের সংগ্রাম নিয়ে তৈরী করা চলচ্চিত্রের জন্য কৃতি চিত্রনির্মাতা জনাব সারা আফরিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা তুলে দেন। স্মারক গ্রহণের পর তাঁরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন ও মতামত তুলে ধরেন। আলোচনা সভার ফাঁকে ফাঁকে নারী জাগরণমূলক গান পরিবেশিত হয়।