নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স -২০১৩

foundation_course_BNNজেন্ডার সমতা আনয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টিতে নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নারীদের সংগঠিত, ক্ষমতায়িত ও অনুপ্রাণিত করার জন্যে ‘বিকশিত নারী নেটওয়ার্ক’ এর আয়োজনে এবং ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এর সহায়তায় ২০১৩ সালে বরিশাল,খুলনা, রংপুর, ময়মনিসংহ এবং মৌলভীবাজার-এই চারটি জেলায় মোট ৭ টি নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স অনুষ্ঠিত হয়। ১৮ টি ইউনিয়ন থেকে তৃণমূল পর্যায়ের সর্বমোট ২৬১ জন নারী প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে অঙশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।