বিকশিত নারী নেটওয়ার্ক-এর আয়োজনে বিষয়ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ ও ফলোআপ (জানু-জুন’২০১৪) অনুষ্ঠিত:

জেন্ডার সমতা আনয়নের জন্য নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নারীদের সংগঠিত, ক্ষমতায়িত ও অনুপ্রাণিত করার জন্যে বিষয়ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ ও ফলোআপ-এর আয়োজন করা বিকশিত নারী নেটওয়ার্ক-এর একটি নিয়মিত কাজ। এরই ধারাবাহিকতায় গত জানু-জুন,২০১৪-পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, ঝিনাইদহ, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, কুমিলস্না, চট্টগ্রাম  জেলায় মোট ২৪০টি বিষয়ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ ও ফলোআপ-অনুষ্ঠিত হয়। এই সভাসমূহে তৃণমূল পর্যায়ের মোট ৩৯৫০ জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী তথ্য অধিকার আইন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, পরিবেশ ও নারী, নারীর রাজনৈতিক ড়্গমতায়ন ইত্যাদি বিষয়ের উপর বিকশিত নারী নেটওয়ার্ক- এর নারীনেত্রীদের স্পষ্ট ধারণা দেওয়া হয়।