প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সহায়ক প্রশিক্ষণ প্রতিবেদন- ২০১৪

 ena-2014-1জানুয়ারি ২০১৪ থেকে ডিসেম্বর ২০১৪ পর্যন্ত বিকশিত নারী নেটওয়ার্কের নারী নেতৃত্ব বিকাশ কর্মসূচীর অধীন প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সহায়ক প্রশিক্ষণ দি হাঙ্গার প্রজেক্ট এর কর্ম এলাকায় (এমডিজি ইউনিয়ন) ২৫টি জেলা, ৩০টি উপজেলা ও ৭২টি ইউনিয়নে মোট ৭১ টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। যার মাধ্যমে ১৩২৫ জন নারীনেত্রী অংশগ্রহন করেছেন।প্রশিক্ষণ শেষে প্রত্যেকটি ইউনিয়নে ৯টি ওয়ার্ডে টার্গেট অনুযায়ী উঠান বৈঠকের পরিকল্পনা করেছেন। এবং পরবর্তীতে উঠান বৈঠক করেছেন। সার-সংক্ষেপ প্রতিবেদনটি নিম্নে ছক আকারে দেখানো হলো।

 

বিকশিত নারী নেটওর্য়াক
প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবিধি বিষয়ক সহায়ক প্রশিক্ষণ
সংখ্যাতাত্ত্বিক সার-সংক্ষেপ প্রতিবেদন- ২০১৪

ক্রম অঞ্চল  জেলার সংখ্যা (টি) উপজেলার সংখ্যা (টি) ইউনিয়নের সংখ্যা (টি) প্রশিক্ষণের টার্গেট (টি) প্রশিক্ষণ অজর্নের সংখ্যা (টি) অংশগ্রহনকারীর টার্গেট সংখ্যা (জন) অংশগ্রহনকারীর উপসি’তি সংখ্যা (জন) মনব্য
ঢাকা ২  ৩১ ৩১
বরিশাল ১৩২ ১২৭
সিলেট ৮৭ ৭৬
রংপুর ১১ ১১ ১১ ১৯৬ ১৭৫
ময়মনসিংহ ১৮ ১৮ ১৮ ৪৫৪ ৪২৯
রাজশাহী ১৩ ১৩ ১৩ ২৩৬ ২১৩
খুলনা ১২৬ ১২৫
ঝিনাইদহ ১৪৪ ১২৯
চট্রগ্রাম ২০ ২০
১০ কুমিল কুমিল্লা অঞ্চলে ২০১৪ তে করা হয়নি
মোট- ১০টি অঞ্চল ২৫ ৩০ ৭২ ৭৫ ৭১ ১৪২৭ ১৩২৫