‘বিকশিত নারী নেটওয়ার্ক’ নারী নের্তৃত্ব বিকাশ কর্মসূচীর সংখ্যাতাত্ত্বিক সার-সংক্ষেপ প্রতিবেদন; জানুয়ারী-মার্চ, ২০১৭

ফাউন্ডেশন কোর্স পরবর্তী বিষয় ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ এবং সভা ফলোআপ জানুয়ারী-মার্চ, ২০১৭: বিষয় ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ এবং সভা ফলোআপ সম্পূর্ণ হয়েছে ১৪৫টি, অংশগ্রহণকারী টার্গেট-৩৩৯৩ জন, অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-২০০৮ জন এবং উপস্থিতির শতকরা ৫৯%। জানুয়ারী-মার্চ, ২০১৭।

অঞ্চল ভিত্তিক ফাউন্ডেশন কোর্স পরবর্তী বিষয় ভিত্তিক ধারাবাহিক মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা: জেন্ডার বৈষম্য দুরীকরনের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য নারীনেত্রীরা তাদের নিজ নিজ সমাজে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। নিজ নিজ এলাকায় নারীনেত্রীরা অন্যান্য নারীদের সংগঠিত ও ক্ষমতায়িত করা, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধে প্রচারণা এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখছে। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’র কর্ম এলাকা ১০টি অঞ্চলে মোট ৩৩৯৩টি মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে জানুয়ারী-জুন, ২০১৭। সর্বমোট উপস্থিত অংশগ্রহণকারী নারীনেত্রীর সংখ্যা-২০০৮ জন এবং অংশগ্রহণকারী নারীনেত্রীদের টার্গেট সংখ্যা-৩৩৯৩ জন, যার শতকরা হার ৫৯%।

১। ঢাকা অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-২টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-৩৭জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-২৫জন ৬৮%
২। ময়মনসিংহ অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-৩০টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-৮৫২জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-৪৭৮জন ৫৬%
৩। খুলনা অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-২৭টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-৫৫৬জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-৩৫৭জন ৬৪%
৪। ঝিনাইদহ অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-১০টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-২৭৬জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-১৬৩জন, শতকরা ৫৯%
৫। বরিশাল অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-৫টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-১৫০জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-৯৫জন, শতকরা ৬৩%
৬। সিলেট অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-৩৬টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-৬৩২জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-৩৭৮জন, শতকরা ৬০%
৭। রংপুর অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-৭টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-১৬০জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-৮৭জন, শতকরা ৫৪%
৮। রাজশাহী অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-২২টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-৫৯২জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-৩৪২জন, শতকরা ৫৮%
৯। কুমিল্লা অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-৪টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-৭২জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-৪৫জন, শতকরা ৬৩%
১০। চট্রগ্রাম অঞ্চলে মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অনুষ্ঠিত হয়েছে-২টি, উপস্থিত নারীনেত্রীর টার্গেট-৬৬জন, উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-৩৮জন, শতকরা ৫৮ %

বিকশিত নারী নেটওয়ার্কের কমিটি সভা এবং গঠন/ পুন:গঠন; জানুয়ারী-মার্চ, ২০১৭। গত জানুয়ারী-মার্চ, ২০১৭-এর মধ্যে বিকশিত নারী নেটওয়ার্কের ৩ টি ইউনিয়ন কমিটি পুন: গঠন করা হয়েছে। ২১জন নারীনেত্রী যুক্ত হয়েছেন। তাছাড়া ৪১টি ইউনিয়নে ৪১টি ইউনিয়ন কমিটি সভা হয়েছে উপস্থিত নারীনেত্রীর সংখ্যা ৪৭২জন । ইউনিয়ন কমিটি পু:নগঠন এবং ইউনিয়ন কমিটি সভা পরিচালিত হয়েছে বিকশিত নারী নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনা নীতিমালা অনুযায়ী ।

‘সম-অধিকার নিশ্চিত করি, নারীবান্ধব বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ পালন করা হয়। জাতিসংঘ থেকে নির্ধারিত প্রতিপাদ্য হলো-‘Women in the Changing World of Work: Planet 50-50 by 2030’। মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন তথা ২০৩০ সালের মধ্যে কর্মে ও মর্যাদায় সকল স্তরে নারী-পুরুষের সমতার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেই জাতিসংঘ উক্ত প্রতিপাদ্য নির্ধারণ করে। সারা দেশে ৭৮টি স্থানে দিবসটি উদযাপিত হয়েছে। উপস্থিত নারী ১১১৯৬জন এবং পুরুষ ৮১৮৪জন।

এক নজরে নারীনেত্রীদের অর্জন জানুয়ারী-মার্চ, ২০১৭: সারা দেশব্যাপী নারীনেত্রীরা নিজ নিজ এলাকায় স্ব উদ্যোগে স্থানীয় পযার্য়ে বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে অর্জন তুলে ধরা হয়েছে; জানুয়ারী-মার্চ, ২০১৭। কর্মসূচী গুলো হলো; বাল্যবিবাহ বন্ধ-৩৭ , যৌতুক প্রতিরোধ-২৬ নারী নির্যাতন প্রতিরোধ-১৭, বিবাহ নিবন্ধন-১৩, নিরাপদ প্রসব-৩০,গর্ভবতী মায়ের টিকা-৩২৬ গর্ভবতী মা ও নবজাক শিশুর ওজন-১৭০, স্বাস্থ্য সম্মত পায়খানা-৩৪ টিউবওয়েল স্থাপন-০৪ আর্সেনিক পরীক্ষা-০৫, বৃক্ষ রোপন-১৯১২, শিশু টিকা-নারী-৮১০, পুরুষ-৬২৮,জন্মনিবন্ধন-নারী ৩৪৮, পুরুষ-৩০২, প্রাথমিক স্কুলে ভর্তি -নারী ৬৬৩, পুরুষ-৫২৬ ঝড়ে পড়া শিশু স্কুলে ভর্তি- নারী ১২৬, পুরুষ-৯৪ বয়স্ক শিক্ষা -নারী ৩৩, পুরুষ-৬, সংগঠন-নারী-১৩০, পুরুষ-১৭ গর্ভবতী মায়ের পুষ্টি-৫৪১, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা-১২৯, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ- নারী-১০৯, পুরুষ-২০, আয় বৃদ্ধিমূলক কর্মসূচী-নারী-৬৭৮, পুরুষ-৫৫৭। (তথ্যসূত্র: এমআইএস)

নেটওয়ার্ক কার্যক্রমের কিছু ফটোগ্রাফী: