ইস্যুভিত্তিক মাসিক ফলো-আপ প্রশিক্ষণ; জুলাই- সেপ্টেম্বর, ২০১৭। ১৫৫ টি টার্গেট-এ ১৩৬টি বিষয় ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ এবং সভা ফলোআপ স¤পূর্ণ হয়েছে , অংশগ্রহণকারী টার্গেট-৩৩৩০জন, অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-১৮২২জন এবং উপস্থিতির শতকরা ৫৫%। জুলাই-সেপ্টেম্বর, ২০১৭। বিকশিত নারী নেটওয়ার্কের কমিটি গঠন/ পুন:গঠন; জুলাই- সেপ্টেম্বর, ২০১৭। ২৪টি ইউনিয়ন কমিটি পুন:গঠন গঠন করা হয়েছে , নারীনেত্রীর সংখ্যা- ৩৫১জন। ৬টি উপজেলা কমিটি গঠন করা হয়েছে তন্মধ্যে ৪টি নতুন উপজেলা কমিটি গঠন এবং ২টি পুন:গঠন করা হয়েছ, মোট নারীনেত্রীর সংখ্যা- ১১৯জন। ১টি জেলা কমিটি পুন:গঠন গঠন করা হয়েছে , নারীনেত্রীর সংখ্যা- ২৬জন। বিকশিত নারী নেটওয়ার্কের কমিটি সভা ; জুলাই- সেপ্টেম্বর, ২০১৭। গত জুলাই- সেপ্টেম্বর, ২০১৭-এর মধ্যে বিকশিত নারী নেটওয়ার্কের ১৭ টি ইউনিয়ন কমিটি পুন: গঠন করা হয়েছে। ২৮০জন নারীনেত্রী যুক্ত হয়েছেন। তাছাড়া ২৮টি ইউনিয়নে ২৮টি ইউনিয়ন কমিটি সভা হয়েছে এবং ৩টি জেলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে যার উপস্থিতি নারীনেত্রীর ৪৩ জন । সর্বমোট ইউনিয়ন এবং জেলা কমিটি সভার উপস্থিত নারীনেত্রীর সংখ্যা ৩৪৭ জন । ইউনিয়ন ,উপজেলা এবং জেলা কমিটি গঠন, পু:নগঠন এবং ইউনিয়ন জেলা কমিটি সভা পরিচালিত হয়েছে বিকশিত নারী নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনা নীতিমালা অনুযায়ী ।
এক নজরে নারীনেত্রীদের অর্জন জুলাই-সেপ্টেম্বর, ২০১৭। বাল্যবিবাহ বন্ধ-৩৯, যৌতুক প্রতিরোধ-৩৪, নারী নির্যাতন প্রতিরোধ-২৯, বিবাহ নিবন্ধন-২৩, নিরাপদ প্রসব-৪৫, গর্ভবতী মায়ের টিকা-৫৯, গর্ভবতী মায়ের ওজন-৪১, স্বাস্থ্য সম্মত পায়খানা-৬২, টিউবওয়েল স্থাপন-১০, আর্সেনিক পরীক্ষা-১০, বৃক্ষ রোপন-৮১, শিশু টিকা- ৬৯২, জন্মনিবন্ধন-৫৮২, প্রাথমিক স্কুলে ভর্তি-৮৮, ঝড়ে পড়া শিশু স্কুলে ভর্তি-১৩৩, বয়স্ক শিক্ষা-৪৭১, সংগঠন-২০৭, গর্ভবতী মায়ের পুষ্টি-৩২, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা-৯৪, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ-৫৯, আয় বৃদ্ধিমূলক কর্মসূচী-৬৪৩, পুষ্টি-৩০। মোট ৪৩৩টি কর্মসূচিতে -১৯০২ জন নারী এবং ১১২৯জন পুরুষ স¤পৃত্ত হয়েছে। (তথ্যসূত্র: এমআইএস)