‘বিকশিত নারী নেটওর্য়াক’ এর নারী নেতৃত্ব বিকাশ কর্মসূচীর সংখ্যাতাত্ত্বিক সার-সংক্ষেপ প্রতিবেদন; জানুয়ারী-ডিসেম্বর- ২০১৮।

অঞ্চল ভিত্তিক ‘নারী নেতৃত্ব বিকাশ র্শীষক ফাউন্ডেশন কোর্স’: দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর বিকশিত নারী নেটওয়ার্কে আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহায়তায় ২০১৮ সালে ২ টি নারী নেতৃত্ব বিকাশ বিষয়ক ফাউন্ডেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বরিশাল অঞ্চলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর, জাহাঙ্গীরনগর ২টি ইউনিয়ন থেকে ১৮জন করে ৩৬জন ২০৮তম ব্যাচে এবং ঢাকা অঞ্চলের মানিকগঞ্জ ঘিওর উপজেলার বালিয়াখোড়া, বালিয়াকান্দি ২টি ইউনিয়ন থেকে ১৮জন করে ৩৬জন ২০৯তম ব্যাচে নারী নেতৃত্ব বিকাশ বিষয়ক ফাউন্ডেশন সর্বমোট ৭২ জন বলিষ্ঠ নারী বিকশিত নারী নেটওয়ার্কে নতুন যুক্ত হয়েছেন।

অঞ্চল ভিত্তিক ধারাবাহিক মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা জানুয়ারী-ডিসেম্বর, ২০১৮: দি হাঙ্গার প্রজেক্ট এর ১০টি অঞ্চলে ইস্যুভিত্তিক মাসিক ফলো-আপ প্রশিক্ষণ; জানুয়ারী-ডিসেম্বর, ২০১৮ সর্বমোট ৩৪২টি ধারাবাহিক মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক মাসিক ফলোআপ প্রশিক্ষণ এবং সভা অংশগ্রহণকারী টার্গেট-৮৮৩৭জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-৪৭০৩জন । তারমধ্যে ১০টি অঞ্চলের যেমন,বরিশাল-২৮টি, অংশগ্রহণকারী টার্গেট-৮৩১জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-৫১৬জন। কুমিল্লা-১৫টি, অংশগ্রহণকারী টার্গেট-২৭০জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-১৭৭জন। চট্রগ্রাম-০৮টি, অংশগ্রহণকারী টার্গেট-২৮৩জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-১৪২জন। ঢাকা-০৪টি, অংশগ্রহণকারী টার্গেট-৭৪জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-৫৫জন। ঝিনাইদহ-৩৬টি, অংশগ্রহণকারী টার্গেট-১২১৫জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-৬৩৪জন। খুলনা-৭৪টি, অংশগ্রহণকারী টার্গেট-১৫৬৯জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-৮৮৩জন। ময়মনসিংহ-৬৮টি, অংশগ্রহণকারী টার্গেট-২১১১জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-৯৬১জন। রাজশাহী-৪৯টি, অংশগ্রহণকারী টার্গেট-১৩৪৩জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-৬৭২জন। রংপুর-২০টি, অংশগ্রহণকারী টার্গেট-৪৩১জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-২৩৪জন। সিলেট-৪০টি, অংশগ্রহণকারী টার্গেট-৭১০জন এবং অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-৪২৯জন।

অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠান বৈঠক জানুয়ারী-ডিসেম্বর ২০১৮: দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ কর্ম এলাকায় বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে ৬টি অঞ্চলে জানুয়ারী-ডিসেম্বর ২০১৮ সর্বমোট ৭২টি ইউনিয়নে ১৬৮টি অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গর্ভবতী মা , প্রসূতিমা এবং অন্যান্যদের সহ উপস্থিত সংখ্যা ২ হাজার ৯৭৩ জন। তার মধ্যে কুমিল্লা ৬টি ইউনিয়নে ১৮টি উঠান বৈঠক এবং উপস্থিত সংখ্যা-৩৪২জন। ঢাকা ৪টি ইউনিয়নে ৯টি উঠান বৈঠক এবং উপস্থিত সংখ্যা-১৩৫জন। ঝিনাইদহ ১৪টি ইউনিয়নে ৫৫টি উঠান বৈঠক এবং উপস্থিত সংখ্যা-৮৫০জন। খুলনা ১৬টি ইউনিয়নে ৩২টি উঠান বৈঠক এবং উপস্থিত সংখ্যা-৮১৮জন। রাজশাহী ১২টি ইউনিয়নে ৩০টি উঠান বৈঠক এবং উপস্থিত সংখ্যা-৫২৬জন। সিলেটে ২০টি ইউনিয়নে ২০টি উঠান বৈঠক, উপস্থিত সংখ্যা-৩০২জন উপস্থিত ছিলেন।

বিকশিত নারী নেটওর্য়াকের কমিটি সভা; জানুয়ারী-ডিসেম্বর ২০১৮; দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ কর্ম এলাকায় ৪টি অঞ্চলে বিকশিত নারী নেটওর্য়াকের কমিটি সভা; জানুয়ারী-ডিসেম্বর ২০১৮ সর্বমোট ৪১টি বিকশিত নারী নেটওয়ার্কের কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে, সভার অংশগ্রহনকারী উপস্থিত টার্গেট সংখ্যা ৫৯৫ এবং অংশগ্রহনকারী উপস্থিত সংখ্যা ৫৩৬ জন। এতে কুমিল্লা-১৫টি, অংশগ্রহণকারী টার্গেট-২৪০জন এবং অংশগ্রহণকারী উপস্থিত নারীনেত্রীর সংখ্যা-২২১জন। খুলনা-৬টি, অংশগ্রহণকারী টার্গেট-৬৮জন এবং অংশগ্রহণকারী উপস্থিত নারীনেত্রীর সংখ্যা -৬জন। ময়মনসিংহ-১৫টি, অংশগ্রহণকারী টার্গেট-২৩০জন এবং অংশগ্রহণকারী উপস্থিত নারীনেত্রীর সংখ্যা -২২২জন। সিলেট-৫টি, অংশগ্রহণকারী টার্গেট-৫৭জন এবং অংশগ্রহণকারী উপস্থিত নারীনেত্রীর সংখ্যা -৩৩জন উপস্থিত ছিলেন।

আর্ন্তজাতিক নারী দিবস: “বদলে দেবার সময় এখন, গ্রাম শহরের নারীর জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস-২০১৮ উদযাপন করা হয়। জাতিসংঘ থেকে নির্ধারিত প্রতিপাদ্য হলো- UN Women Theme for International Women’s Day, 8 March, is “Time is Now: Rural and urban activists transforming women’s lives”.| মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন তথা ২০৩০ সালের মধ্যে র্কমে ও মর্যাদায় সকল স্তরে নারী-পুরুষের সমতার পরিবেশ তৈরির ওপর গুরুত্বরোপ করেই জাতিসংঘ উক্ত প্রতিপাদ্য নির্ধারণ করে। সারা দেশে ১১১টি স্থানে দিবসটি উদযাপিত হয়েছে। উপস্থিত নারীর সংখ্যা ১১৬০৫জন এবং পুরুষের সংখ্যা ৬৫১৭জন। (তথ্যসূত্র-এমআইএস)

জাতীয় কন্যাশিশু দিবস: প্রতিবছরের ন্যায় দিবসটি উদ্‌যাপন উপলক্ষে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর ৩০ সেপ্টেম্বর পালিত হয় ‘জাতীয় কন্যাশিশু দিবস’। ২০১৮ সালে’থাকলে কন্যা সুরক্ষিত দেশ হবে আলোকিত’-এই স্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের কর্ম এলাকায় ৩৭৬টি স্থানে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়। সারাদেশে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে প্রায় ৭৪ হাজার শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সমাজসেবক, অভিভাবক, চিকিৎসক সবোর্পরি দেশের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষসহ স্থানীয় সরকারী-বেসরকারী প্রতিনিধিগণ উক্ত কর্মসূচিতে অংশগ্রহন করেন। (তথ্যসূত্র-এমআইএস)

উপজেলা পরিষদের সংরক্ষিত আসন নির্বাচনে অংশগ্রহন নারীনেত্রীদের ফলাফলের চিত্র: (২৯শে জানুয়ারী, ২০১৮): সারাদেশে বিকশিত নারী নেটওয়ার্কের নারীনেত্রীদের মধ্যে উপজেলা পরিষদের সংরক্ষিত আসন নির্বাচনে অংশগ্রহন করেন প্রায় ৫০ জন। তার মধ্যে ২৬ জন নারীনেত্রী উপজেলা পরিষদের সংরক্ষিত আসন নির্বাচনে বিজয়লাভ করেন।

‘জয়িতা’ পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রী: দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ কর্ম এলাকার ১০টি অঞ্চলের বিকশিত নারী নেটওয়ার্কের নারীনেত্রীদের মধ্যে ১০জন নারীনেত্রী ‘জয়িতা’ পুরস্কার-২০১৮ ভূষিত হন। এ পুরস্কার সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখার স্বীকৃতস্বরূপ ‘জয়িতা পুরস্কার লাভ করেন। ‘জয়িতা’ পুরস্কারপ্রাপ্ত নারীনেত্রী অঞ্চল ভিত্তিক চিত্র;ঝিনাইদহ-০১জন, খুলনা-০১জন, রাজশাহী-০৪জন, ময়মনসিংহ-০১জন, রংপুর-০১জন, চট্রগ্রাম-০১জন ও বরিশাল-০১জন (ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে নেই)।

এক নজরে নারীনেত্রীদের অর্জন জানুয়ারী-ডিসেম্বর ২০১৮: বাল্যবিবাহ বন্ধ-২২৬, যৌতুক প্রতিরোধ-১৭০, নারী নির্যাতন প্রতিরোধ-১৬০, বিবাহ নিবন্ধন-৯২, নিরাপদ প্রসব-৫১০, গর্ভবতী মায়ের টিকা-২৩৮৪, গর্ভবতী মা ওজন-১৫৮৯, নবজাতক শিশুর ওজন-১৩৯,স্বাস্থ্য সম্মত পায়খানা-৬০২, টিউবওয়েল স্থাপন-৩১৩, আর্সেনিক পরীক্ষা-৭৫৮, বৃক্ষরোপন-১১১৩১, শিশুর টিকা-৫৩৪৭, জন্মনিবন্ধন-৪২১২, প্রাথমিক স্কুলে ভর্তি-২৩২১ ঝড়ে পড়া শিশু স্কুলে ভর্তি-১১১১, বয়স্ক শিক্ষা-৬৮৪জন, গর্ভবতী মায়ের পুষ্টি-২৪৩৩, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা-১৬৩৯, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ-২৩টি, সংগঠন-৩৯৮জন, আয়বৃদ্ধমূলক কর্মসূচী-১৮৭৩জন -(তথ্যসূত্র: এমআইএস)

প্রতিবেদনকারী
শাহীনা আক্তার
বিকশিত নারী নেটওয়ার্ক
নারীর ক্ষমতায়ন ইউনিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.