‘কোভিড ১৯’ প্রতিরোধে ঢাকার মীরপুর টোলারবাগ এলাকায় করোনাভাইরাস সংক্রমনের হাত থেকে রক্ষা করতে নিজ উদ্যোগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিকশিত নারী নেটওর্য়াকের নারীনেত্রী আনোয়ারা শিউলী। তিনি একজন নারী উদ্যোক্তা, সংগঠনের নাম কারুশৈলী , তিনি নিজে উদ্যোগ নিয়ে কারুশৈলীর ভিবিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সংগে নিয়ে সম্মিলিতভিবে করোনাভাইরাস মুক্ত এলাকা গড়তে বিভিন কর্মসূচী গ্রহন করেছেন।
কর্মসূচীর মধ্যে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার, মাস্ক তৈরী ও বিতরণ করা ১৫০টি পরিবার, মাস্ক বাঁধার পদ্ধতি অনুশীলন, সামাজিক দূরত্ব অনুশীলন করানো, তাছাড়া দুস্থ -অসহায় ১৫০টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা প্রতি প্যাকেট ৩৮০টাকা করে মোট ১৫০ প্যাকেট (চাল, তেল, লবন, আলু ও সাবান)। মীরপুর টোলারবাগ এলাকায় (১৫০টি পরিবার) মানুষদের নিরাপদে রাখতে অব্যাহত থাকবে এই নিরলস নিজস্ব উদ্যোগ। তিনি মনে করেন কর্মহীন মানুষদের পাশে আরো এগিয়ে আশা।