মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম। তিনি দি হাঙ্গার প্রজেক্টের বিকশিত নারী নেটওয়ার্কের মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের সেই শুরু থেকেই স্থানীয় সরকারের সদস্য হিসেবে তিনি নিষ্ঠার সাথে নিজ ইউনিয়নের জনগণের সেবার দায়িত্ব পালন করছেন।
নিজের তিনটি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে সচেতন করার লক্ষ্যে তিনি হাত ধোয়ার অনুশীলনসহ ১৫০টি লিফলেট ও ১০০টি মাস্ক বিতরণ করেছেন। ইউনিয়ন পরিষদের সহায়তার বাইরেও তিনি নিজের ভাইয়ের কাছ থেকে সাহায্য নিয়ে ৭০টি পরিবারে এবং ব্যক্তিগত সঞ্চয় থেকে ৩০টি পরিবারে খাদ্য সামগ্রী (চাল-১০কেজি, ডাল-১কেজি, ছোলা-১কেজি, চিনি-১কেজি, মুড়ি-১কেজি ও তেল-২লিটার) বিতরণ করেছেন।