প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক প্রশিক্ষণ (জানুয়ারী-জুন‌‍‌’২০১৪) মাঠ পর্যায়ে বাস্তবায়ন

প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক প্রশিক্ষণ (জানুয়ারী-জুন‌‍‌’২০১৪) মাঠ পর্যায়ে বাস্তবায়ন

20140522_132727মা ও শিশুর অপুষ্টি রোধে আন্তর্জাতিকভাবে গৃহীত হাজার দিনের কর্মসূচিরঅংশ হিসেবে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ‘প্রয়োজনীয় পুষ্টি ওস্বাস্থ্যবার্তা’ শীর্ষক কর্মসূচি মে’ ২০১৩ থেকে মাঠপর্যায়ে বাস্তবায়নেরকাজ শুরু করে। এই প্রশিক্ষণ আয়োজনের উদ্দেশ্য হলো স্বেচ্ছাশ্রমেআত্মনিবেদিত তৃণমূলের নারীনেত্রীদেরকে, গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি, নবজাতক ও শিশুর কাম্যমাত্রার খাবার এবং পুষ্টিকনার গুরুত্ব সম্পর্কে ধারণাদেয়া এবং একইসাথে তাদের নেগোশিয়েশন, পরামর্শপ্রদান ও আন্তব্যক্তিকযোগাযোগের দক্ষতা বাড়ানো যাতে এই প্রশিক্ষিত নারীনেত্রীগণ তাদের এলাকার মা ওপরিবারের অন্যান্য সদস্যদের প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কেধারণা দিতে পারেন। এই উদ্দেশ্যকে ধারন করে ২০১৪ সালের জুন পর্যন্ত সর্বমোট৫২ টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং এই প্রশিক্ষণসমূহে সর্বমোট ৯৪৯ জনপ্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন

প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন

enaমা ও শিশুর অপুষ্টি রোধে আন্তর্জাতিকভাবে গৃহীত হাজার দিনের কর্মসূচির অংশ হিসেবে দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ ‘প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্য বার্তা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসুচি মে’ ২০১৩ থেকে বাস্তবায়নের কাজ শুরু করে।
এই প্রশিক্ষণ আয়োজনের উদ্দেশ্য হলো স্বেচ্ছাশ্রমে আত্মনিবেদিত তৃণমূলের নারীনেত্রীদেরকে, গর্ভবতী ও প্রসূতি মাযের পুষ্টি, নবজাতক ও শিশুর কাম্যমাত্রার খাবার এবং পুষ্টি ও পুষ্টিকণার গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়া এবং একই সাথে তাদের নেগোশিয়েশন, Read more