৭ ডিসেম্বর, ২০১৯, এল,জি,ই,ডি মিলনায়তন, আগার গাঁও, ঢাকা, বাংলাদেশ
আমাদের অঙ্গীকার
আমরা, তৃণমূলের সহস্রাধিক নারী সংগঠক, যারা বিকশিত নারী নেটওয়ার্ক-এর সদস্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ ৭ ডিসেম্বর ২০১৯ ঢাকায় সমবেত হয়েছি। আমরা ইতোমধ্যে নিজ এলাকায় আমাদের, বিশেষ করে নারীদের জীবনমানের উনয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। এখানে একত্রিত হয়েছি আমাদের সফলতাগুলো উদ্যাপন, সংগ্রামের অভিজ্ঞতাগুলো বিনিময় এবং একইসঙ্গে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করতে।
আমরা জানি যে, প্রসূতি মা ও নবজাতক শিশুর মৃত্যুহার কমানো, টিকাদানসহ শিশুদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ এবং তাদের সার্বিক জীবনমানের উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি যথেষ্ট ইতিবাচক। কিন্তু একইসঙ্গে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সারা দেশে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা ব্যাপক হারে বেড়েই চলেছে। ‘মানুষের জন্য ফাউন্ডেশন-এর তথ্য অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই নয় মাসে ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হয়েছেন বাংলাদেশের ১ হাজার ১৩০ জন নারী ও ১ হাজার ১ জন শিশু। শিশু বিবাহের হারও বাংলাদেশে ব্যাপক। এছাড়াও বাংলাদেশের বিপুল সংখ্যক নারী ও কন্যাশিশু ক্ষুধা, অপুষ্টি ও পাচারের শিকার। সমাজের বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণ, সুযোগ ও মৌলিক সেবা গ্রহণে নারীদের অভিগম্যতা ও সম-অংশগ্রহণের সুযোগ অত্যন্ত সীমিত। আমরা এই সম্মেলন থেকে এ সকল অন্যায্য ও অমানবিক অবস্থা অবসানের লক্ষ্যে এবং নারী তথা সকল নাগরিকের জন্য সমৃদ্ধ ও আত্মমর্যাদাপূর্ণ ভবিষ্যত জীবন গঠনে আমরা দৃঢ় অংগীকার ব্যক্ত করছি।