অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠান বৈঠক, জানুয়ারী -ডিসেম্বর ২০১৯: একজন মা গভর্ধারণ থেকে শুরু করে শিশুর দুই বছর বয়স পর্যন্ত সময়কালকে ১,০০০ দিন হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মা ও শিশু পুষ্টির অবস্থা’ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক তথ্যসমহূ পরিবার ও সমাজে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা।
পুস্টি
অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠান বৈঠক, জানুয়ারী ২০১৭ ডিসেম্বর ২০১৮
প্রয়োজনীয় পুষ্টি কার্যক্রম (The Essential Nutrition Action-ENA): মা ও শিশু স্বাস্থ্য সমস্যা বাংলাদেশের একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। যদিও বিগত দশকে বাংলাদেশে শিশুমৃত্যুর হার সন্তোষজনকভাবে কমেছে, এবং বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আজও এই মৃত্যুর হার বেশি। মা ও শিশরু অপুষ্টি রোধে আন্ত র্জাতিকভাবে গৃহীত এক হাজার দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক সহায়ক প্রশিক্ষণে আয়োজন করা হয়।
প্রশিক্ষণে গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি, নবজাতক ও শিশুর কাম্য মাত্রার খাবার এবং পুষ্টি ও পুষ্টি কণার গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়া হয়। এই প্রশিক্ষণে সহায়ক উপকরণ হিসেবে ফ্লিপচার্ট ব্যবহার করা হয়। ফ্লিপচার্টে আলোচনার বিষয়গুলো ছিল গর্ভবতী নারীর পুষ্টি, রক্তস্বল্পতা ও ম্যালেরিয়া প্রতিরোধ, বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি, বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার সরবরাহ, অপুষ্টি প্রতিরোধ, স্যানিটেশন ও হাত ধোয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য।
অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা বিষয়ক উঠান বৈঠক, জানুয়ারী -ডিসেম্বর ২০১৫
একজন মা গভর্ধারণ থেকে শুরু করে শিশুর দুই বছর বয়স পর্যন্ত সময়কালকে ১,০০০ দিন হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মা ও শিশু পুষ্টির অবস্থা’ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক তথ্যসমহূ পরিবার ও সমাজে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা। অত্যাবশ্যকীয় পুিষ্ট ও স্বাস্থ্যবার্তার্ বিষয়ক সহায়ক প্রশিক্ষণে ইউনিয়নের যে সকল নারীনেত্রী অংশগ্রহণ করেন তাদের পরিচালনায় প্রতি ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সারাদেশে দশটি অঞ্চলের ৯৮টি ইউনিয়নে প্রতিটি ওয়াডের্র এক বা একাধিক করে সর্বমোট ৮৭৪টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। যার মাধ্যমে ৬৩৪৭ জন গর্ভবতী মা, ৭১৪৫ জন প্রসূতি মা ও অন্যান্য (স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি, ননদ, আপনজন ও প্রতিবেশী ) ২৮৭৪ জন উপস্থিত ছিলেন। সর্বমোট উপস্থিত ছিলেন ১৬৫৮০ জন। তাছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আয়োজনে আবশ্যকীয় পুষ্টিবার্তা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গত ১৭-১৮ ডিসেম্বর ২০১২ তারিখে দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ‘ আবশ্যকীয় পুষ্টি বার্তা’ শীর্ষক একটি প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণটি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মূলত এই প্রশিক্ষণের মাধ্যমে, বিশ্বব্যাপী অপুষ্ট গর্ভবতী নারী ও ২ বছর বয়সের নীচের শিশুদের অপুষ্টি দূর করার জন্য গৃহীত হাজার দিনের কর্মসূচী বাস্তবায়নের এই বৈশ্বিক আন্দোলনে যুক্ত হয় দি হাঙ্গার প্রজেক্ট।
হাঙ্গার প্রজেক্ট এর কর্মীসহ সারা দেশ থেকে ৫৬ জন নারী নেত্রী এই প্রশিক্ষণে অংশ নেন। উদ্দেশ্য হলো, আবশ্যকীয় পুষ্টি বার্তাসমূহ তৃণমূলের নারীদের কাছে পৌঁছে দেয়া যাতে তারা নারী ও শিশুর পর্যাপ্ত পুষ্টি গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন এবং এই বার্তাসমূহ তাদের নিজস্ব এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হন।