ইস্যুভিত্তিক মাসিক ফলো-আপ প্রশিক্ষণ; জানুয়ারী- মার্চ, ২০১৮। ১৪৮ টি টার্গেট-এ ১১৮টি বিষয় ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ এবং সভা ফলোআপ সম্পূর্ণ হয়েছে , অংশগ্রহণকারী টার্গেট-২৯৬৭জন, অংশগ্রহণকারী উপস্থিতির সংখ্যা-১৫৭২জন এবং উপস্থিতির শতকরা ৫৩%। জানুয়ারী- মার্চ, ২০১৮। বিকশিত নারী নেটওয়ার্কের কমিটি সভা ; জানুয়ারী- মার্চ, ২০১৮। গত জানুয়ারী- মার্চ, ২০১৮-এর মধ্যে বিকশিত নারী ১০টি ইউনিয়নে ১০টি ইউনিয়ন কমিটি সভা হয়েছে যার উপস্থিতি নারীনেত্রীর ১০৩ জন ।
এক নজরে নারীনেত্রীদের অর্জন জানুয়ারী- মার্চ, ২০১৮। বাল্যবিবাহ বন্ধ-৭৮, যৌতুক প্রতিরোধ-৫৬, নারী নির্যাতন প্রতিরোধ-৩৯, বিবাহ নিবন্ধন-২৯, নিরাপদ প্রসব-৯০, গর্ভবতী মায়ের টিকা-৩৬৪, গর্ভবতী মা ও নবজাতক শিশুর ওজন-১৭৫, স্বাস্থ্য সম্মত পায়খানা-১১৬, টিউবওয়েল স্থাপন-৫৫, আর্সেনিক পরীক্ষা-৫৮, বৃক্ষ রোপন-২৮৫, শিশু টিকা- ৮০৬, জন্মনিবন্ধন-৭২৯, প্রাথমিক স্কুলে ভর্তি-১৩২৮, ঝড়ে পড়া শিশু স্কুলে ভর্তি-৩৯২, বয়স্ক শিক্ষা-২৯০, গর্ভবতী মায়ের পুষ্টি-২৯৮, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা-৩৯৩, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ-১০৪, বৃক্ষরোপন -২৮৫ (তথ্যসূত্র: এমআইএস) Read more
