দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও সম্পদকে কাজে লাগিয়ে হাতে কলমে প্রশিক্ষনের মধ্যদিয়ে সকল প্রকার সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টি করা হয় পাশাপাশি সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি এবং ক্ষুধা নিবারন করা সম্ভব হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বিশ্বাস করে তৃণমূলের নারীদেরকে আয়মূলক কাজের সাথে যুক্ত করা সম্ভব হলে  তাদের চরম দারিদ্র্য রোধ করা যাবে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ বাড়বে অর্থাৎ অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নারীরা তাদের অবস্থা ও অবস্থানের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম হবেন। এ উপলব্ধি থেকে প্রতিষ্ঠানটি নারীনেত্রীদেরকে স্থানীয়ভাবে নিজস্ব উদ্যোগে বিভিন্ন বিষয়ে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজনের ক্ষেত্রে সহায়তা করে থাকে। প্রশিক্ষণ গ্রহণ শেষে নারীরা স্থানীয় সহজলভ্য সম্পদকে ব্যবহার করে পণ্য উৎপাদন করেন এবং পন্য বিপণন ব্যবস্থার সাথেও তারা সরাসরি যুক্ত থাকেন। এসব প্রক্রিয়ার মধ্যদিয়ে এই নারীরা তাদের নিজস্ব মেধা কাজে লাগিয়ে জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন।