বিকশিত নারী নেটওয়ার্ক-এর আয়োজনে বিষয়ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ ও ফলোআপ (জানু-জুন’২০১৪) অনুষ্ঠিত:

জেন্ডার সমতা আনয়নের জন্য নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নারীদের সংগঠিত, ক্ষমতায়িত ও অনুপ্রাণিত করার জন্যে বিষয়ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ ও ফলোআপ-এর আয়োজন করা বিকশিত নারী নেটওয়ার্ক-এর একটি নিয়মিত কাজ। এরই ধারাবাহিকতায় গত জানু-জুন,২০১৪-পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, ঝিনাইদহ, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, কুমিলস্না, চট্টগ্রাম  জেলায় মোট ২৪০টি বিষয়ভিত্তিক ধারাবাহিক প্রশিক্ষণ ও ফলোআপ-অনুষ্ঠিত হয়। এই সভাসমূহে তৃণমূল পর্যায়ের মোট ৩৯৫০ জন নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী তথ্য অধিকার আইন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, পরিবেশ ও নারী, নারীর রাজনৈতিক ড়্গমতায়ন ইত্যাদি বিষয়ের উপর বিকশিত নারী নেটওয়ার্ক- এর নারীনেত্রীদের স্পষ্ট ধারণা দেওয়া হয়।

নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স (জানুয়ারী-জুন’২০১৪) অনুষ্ঠিত

নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স (জানুয়ারী-জুন’২০১৪) অনুষ্ঠিত

SAM_6580জেন্ডারসমতা আনয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশসৃষ্টিতে নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নারীদের সংগঠিত, ক্ষমতায়িত ওঅনুপ্রানিত করার জন্য ‘বিকশিত নারী নেটওয়ার্ক’ এর আয়োজনে এবং দি হাঙ্গারপ্রজেক্ট’ এর সহায়তায় জুন ২০১৪ পর্যন্ত- ময়মনসিংহ, খুলনা, ঝিনাইদহ, বরিশাল, রংপুর, এবং রাজশাহী -এই ছয়টি জেলায় মোট ১২ টি ‘নারী নারী নেতৃত্ব বিকাশশীর্ষক ফাউন্ডেশন কোর্স’ অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের সর্বমোট ৪১০ জন নারীপ্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদেরমাঝে সনদপত্র প্রদান করা হয়।

প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক প্রশিক্ষণ (জানুয়ারী-জুন‌‍‌’২০১৪) মাঠ পর্যায়ে বাস্তবায়ন

প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক প্রশিক্ষণ (জানুয়ারী-জুন‌‍‌’২০১৪) মাঠ পর্যায়ে বাস্তবায়ন

20140522_132727মা ও শিশুর অপুষ্টি রোধে আন্তর্জাতিকভাবে গৃহীত হাজার দিনের কর্মসূচিরঅংশ হিসেবে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ‘প্রয়োজনীয় পুষ্টি ওস্বাস্থ্যবার্তা’ শীর্ষক কর্মসূচি মে’ ২০১৩ থেকে মাঠপর্যায়ে বাস্তবায়নেরকাজ শুরু করে। এই প্রশিক্ষণ আয়োজনের উদ্দেশ্য হলো স্বেচ্ছাশ্রমেআত্মনিবেদিত তৃণমূলের নারীনেত্রীদেরকে, গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টি, নবজাতক ও শিশুর কাম্যমাত্রার খাবার এবং পুষ্টিকনার গুরুত্ব সম্পর্কে ধারণাদেয়া এবং একইসাথে তাদের নেগোশিয়েশন, পরামর্শপ্রদান ও আন্তব্যক্তিকযোগাযোগের দক্ষতা বাড়ানো যাতে এই প্রশিক্ষিত নারীনেত্রীগণ তাদের এলাকার মা ওপরিবারের অন্যান্য সদস্যদের প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কেধারণা দিতে পারেন। এই উদ্দেশ্যকে ধারন করে ২০১৪ সালের জুন পর্যন্ত সর্বমোট৫২ টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং এই প্রশিক্ষণসমূহে সর্বমোট ৯৪৯ জনপ্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক উঠান বৈঠক (জানুয়ারী-জুন’২০১৪) মাঠ পর্যায়ে বাস্তবায়ন

প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক উঠান বৈঠক (জানুয়ারী-জুন’২০১৪) মাঠ পর্যায়ে বাস্তবায়ন

DSC03807গর্ভবতী ও প্রসূতি মায়েদের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ বিষয়কসচেতনতা প্রদানের জন্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ১০ টি কর্মঅঞ্চলের৩৮ টি ইউনিয়নে ৩১৭ টি ‘অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা’ বিষয়ক উঠানবৈঠক অনুষ্টিত হয়। এই উঠান বৈঠকসমূহে সর্বমোট ৫৩৯১ জন গর্ভবতী ও প্রসূতি মাএবং তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন

প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যবার্তা শীর্ষক কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন

enaমা ও শিশুর অপুষ্টি রোধে আন্তর্জাতিকভাবে গৃহীত হাজার দিনের কর্মসূচির অংশ হিসেবে দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ ‘প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্য বার্তা’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসুচি মে’ ২০১৩ থেকে বাস্তবায়নের কাজ শুরু করে।
এই প্রশিক্ষণ আয়োজনের উদ্দেশ্য হলো স্বেচ্ছাশ্রমে আত্মনিবেদিত তৃণমূলের নারীনেত্রীদেরকে, গর্ভবতী ও প্রসূতি মাযের পুষ্টি, নবজাতক ও শিশুর কাম্যমাত্রার খাবার এবং পুষ্টি ও পুষ্টিকণার গুরুত্ব সম্পর্কে ধারণা দেয়া এবং একই সাথে তাদের নেগোশিয়েশন, Read more

বেগম রোকেয়া দিবস-২০১৩ পালিত

বেগম রোকেয়া দিবস-২০১৩ পালিত

???????????????????????????????

বেগম রোকেয়া দিবস-২০১৩ উদযাপন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়ােজনে এবং বিকশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম এবং কুড়িগ্রামের স্থানীয় সংগঠন এসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট -এএফএ ডি এর অংশগ্রহণে প্রায় দুই শতাধিক নারী পুরুষের উপস্থিতেকুড়িগ্রামের আর এক রোডে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে খলিলগঞ্জে সনাক অফিসের সামনে একটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সনাক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, সুশাসনের জন্য প্রচারাভিযান -সুপ্র’র সভাপতি চাষী নুরুন্নবী সরকার, মহিলা পরিষদের সহ-সভাপতি রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সম্পাদক আহসান হাবীব লীনু প্রমুখ।

নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স -২০১৩

নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স -২০১৩

foundation_course_BNNজেন্ডার সমতা আনয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টিতে নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নারীদের সংগঠিত, ক্ষমতায়িত ও অনুপ্রাণিত করার জন্যে ‘বিকশিত নারী নেটওয়ার্ক’ এর আয়োজনে এবং ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এর সহায়তায় ২০১৩ সালে বরিশাল,খুলনা, রংপুর, ময়মনিসংহ এবং মৌলভীবাজার-এই চারটি জেলায় মোট ৭ টি নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স অনুষ্ঠিত হয়। ১৮ টি ইউনিয়ন থেকে তৃণমূল পর্যায়ের সর্বমোট ২৬১ জন নারী প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে অঙশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

যথার্থ সম্মান, গুরুত্ব ও মর্যাদায় ময়মনসিংহে নারী দিবস উদযাপন

যথার্থ সম্মান, গুরুত্ব ও মর্যাদায় ময়মনসিংহে নারী দিবস উদযাপন

Mymensingh_region‘ এই হোক অঙ্গীকার, নারী নির্যাতন নয় আর’ – সময়োপযোগী এ প্রতিপাদ্যটি কে ধারণ করে যথার্থ সম্মান, গুরুত্ব ও মর্যাদায় ময়মনসিংহ অঞ্চলের ০৬টি জেলার মোট ৬০টি স্থানে এবারের  নারী দিবস উদযাপিত হয়েছে। জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত এ কার্যক্রমটি বিভিন্ন স্থানে স্থানীয় নারীনেত্রী, উজ্জীবক, ইয়ূথ এবং গণগবেষকদের স্বেচ্ছাব্রতী উদ্যোগে আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানগুলোতে ১৫াট সমমনা সংগঠণসহ এ অঞ্চলের বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দশ হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। Read more

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আয়োজনে আবশ্যকীয় পুষ্টিবার্তা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আয়োজনে আবশ্যকীয় পুষ্টিবার্তা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ena_thpbdগত ১৭-১৮ ডিসেম্বর ২০১২ তারিখে দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ‘ আবশ্যকীয় পুষ্টি বার্তা’ শীর্ষক একটি প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণটি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মূলত এই প্রশিক্ষণের মাধ্যমে, বিশ্বব্যাপী অপুষ্ট গর্ভবতী নারী ও ২ বছর বয়সের নীচের শিশুদের অপুষ্টি দূর করার জন্য গৃহীত হাজার দিনের কর্মসূচী বাস্তবায়নের এই বৈশ্বিক আন্দোলনে যুক্ত হয় দি হাঙ্গার প্রজেক্ট।
হাঙ্গার প্রজেক্ট এর কর্মীসহ সারা দেশ থেকে ৫৬ জন নারী নেত্রী এই প্রশিক্ষণে অংশ নেন। উদ্দেশ্য হলো, আবশ্যকীয় পুষ্টি বার্তাসমূহ তৃণমূলের নারীদের কাছে পৌঁছে দেয়া যাতে তারা নারী ও শিশুর পর্যাপ্ত পুষ্টি গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন এবং এই বার্তাসমূহ তাদের নিজস্ব এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হন।