প্রতিবেশীর অক্সিজেন নাসরিন সরকার

রাজশাহী জেলার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বিকশিত নারী নেট ওয়ার্কের একজন বলিষ্ঠ নারীনেত্রী নাসরিন সরকার।

কোভিড’ ১৯ বাংলাদেশে আক্রান্তের পর থেকে বালিয়াডাঙ্গা গ্রামে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা চালাচ্ছেন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, হাত ধোয়ার পদ্ধতি অনুশীলন করা, মাস্ক ব্যবহার করা, সামাজিক শারীরিক দুরত্ব মেনে  চলা , লিফলেট বিতরন করা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারাভিযান অব্যাহত।

দি হাঙ্গার প্রজেক্টে এর সহযোগিতায় করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক ১৫০টি লিফলেট বিতরণ , ৪০টি দুস্থ্য পরিবারকে ৪০টি হ্যান্ডওয়াস বিতরণ, পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের গুরুত্বপূর্ণস্থানে জীবাণুমুক্ত করার জন্য ১০০০ লিটার পানিতে মেশানোর পরিমান ব্লিচিং পাওডার বিতরণ করেন। তাছাড়া করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক উঠানবৈঠক নিয়মিত পরিচালনা করেন। পরিবার, প্রতিবেশী এবং গ্রামকে করোনাভাইরাস মুক্ত রাখতে বাইরের এলাকার মানুষজন কেউ বালিয়াডাঙ্গা গ্রামে আসলে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেন এবং নিয়মিত ফলোআপ করেন।

ভাইরাসজনিত ‘লকডাউনে’র কারণে পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের হতদরিদ্র ও কর্মহীন ২০টি পরিবারে সরদহ ইউনিয়ন পরিষদের মানবিক সহায়তা কমিটির সহযোগিতায় খাদ্যসামগ্রি সরবরাহ করেছেন (পরিবার প্রতি চাল-৩ কেজি, আলু -১কেজি ও বিভিন্ন ধরনের সবজি )।

তাঁর এই অক্লান্ত প্রচেষ্ঠায় বালিয়াডাঙাগা গ্রাম ও প্রতিবেশী গ্রামগুলো এখন পর্যন্ত করোন ভাইরাসমুক্ত রয়েছে। আত্ম-প্রত্যয়ি নারীনেত্রী নাসরিন সরকারের অনেক সীমাবদ্ধতার মাঝেও মানুষকে সহায়তার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সরদহ ইউনিয়নের জনগন স্মরণ রাখবে। তিনি বিশ্বাস করেন সকলে এগিয়ে আসলে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.