সাফল্যগাথা

নিরক্ষরতা দূরীকরণে নারীনেত্রী শাবনাজ খাতুনের সাফল্য
shabnajএকজন মানুষ যখন শিক্ষিত হয়ে ওঠে, তখন সে মানুষটি চায় সমাজের অপরাপর মানুষগুলোও শিক্ষিত হয়ে উঠুক। অবদান রাখুক সমাজ ও রাষ্ট্রে। এমন একজন নারী মেহেরপুরের গাংনী উপজেলার কাথূলী ইউনিয়নের রাধাগেবিন্দপুর গ্রামের নারীনেত্রী শাবনাজ খাতুন, যিনি নিরক্ষরতা দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন।
২০১২ সালে শাবনাজ যশোর আর আর ট্রেনিং সেন্টারে বিকশিত নারী নেটওয়ার্ক আয়োজিত ১০০তম ‘নারী নেতৃত্ব বিকাশ’ প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে শাবনাজ তার স্বপ্ন বাস্তবায়নে একধাপ এগিয়ে যান। তার স্বপ্ন রাধাগেবিন্দপুর গ্রামকে নিরক্ষরমুক্ত ও একটি আদর্শ গ্রাম গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে শাবনাজ তার মহল্লার ২০ জন বয়স্ক নিরক্ষর নারীকে নিয়ে বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করেন। তার প্রচেষ্টায় ইতোমধ্যে ১৫ জন নারী স্বাক্ষরজ্ঞান সম্পন্ন হয়েছে। শাবনাজ এর পাশাপাশি শিশুদের বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়ে ভর্তিকরণ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সম্পর্কে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে যুক্ত রয়েছেন। এসব কাজের কারণে এলাকার লোকজনও তাকে ভালবাসে। তাদের ভালবাসা নিয়েই নিজের কাজকে আরও এগিয়ে নিতে চান নারীনেত্রী শাবনাজ খাতুন।