সাফল্যগাথা

টাঙ্গাইলে মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি উন্নয়ন (ENA) বিষয়ক – উঠান বৈঠক

গর্ভবতী case_study_1ও প্রসুতি মা এবং নবজাতক ও দুই বছর রয়স পর্যনত্ম শিশুদের অত্যাবশ্যকীয় পুষ্টি ও স্বাসে’্যর উন্নয়নের লড়্গ্যে তৃণমূল জনপদে একটি স্বেচ্ছাব্রতী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে দেশব্যাপী দি হাঙ্গার প্রজেক্ট কতৃক গৃহীত সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে শুরু হয়েছে অত্যাবশ্যকীয় পুষ্টি কার্যক্রমের আওতায় ওয়ার্ডভিত্তিক উঠান বৈঠক। গত ১৫-১৬ জুন’১৩ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অনত্মর্গত শাখারিয়া গ্রামের নারীনেত্রী আঞ্জু আনোয়ারা ময়নার বাড়ীতে অনুষ্ঠিত প্রথম উঠান বৈঠকটি পরিচালনা করেন ময়না নিজে এবং তাকে সহযোগিতা করেন নারী নেত্রী সাথী খানম। প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যনত্ম অনুষ্ঠিত উঠান বৈকটিতে মোট ২০ জন অংশগহণকারী উপসি’ত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জন গর্ভবতী ও বাকী ০৮ জন ছিলেন প্রসুতী নারী। অত্যনত্ম শিড়্গণ উপযোগী পরিবেশে একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় উঠান বৈঠকটি পরিচালিত হয়। বৈঠক শেষে অংশগ্রহণকারীগণ তাদের প্রতিক্রিয়ায় এমন একটি আয়োজনের জন্য দি হাঙ্গার প্রজেক্ট এর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বিষয়টি তাদের জন্য অত্যনত্ম জরুরী ছিল বলে উল্যেখ করেন। এর আগে হেমনগর ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে উক্ত উঠান বৈঠকটি পরিচালনার জন্য দড়্গ সহায়ক গড়ে তোলার লড়্গ্যে প্রতি ওয়ার্ড থেকে ০২ জন করে মোট ১৮ জন নারীনেত্রী নিয়ে গত ১৩-১৪ জুন’১৩ দুই দিন ব্যাপী একটি প্রশিড়্গক প্রশিড়্গনের আয়োজন করা হয় । উক্ত প্রশিড়্গক প্রশিড়্গণ শেষে ০৯টি ওয়ার্ডে উঠান বৈঠক পরিচালনার একটি স্বেচ্ছাব্রতী পরিকল্পনাও করা হয় যার আলোকে জুলাই মাসের ১৫ তারিখের মধ্যে সবগুলো বৈঠক সম্পন্ন হবে।